banner-image

ইনোভেশন কিট পরিচিতি

Decorator

পড়াশোনার সাথে জ্ঞান আহরণ ও বুদ্ধির বিকাশ এখন যেন একরকম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছোট বয়স থেকেই আমরা মার্কস তোলা ও মুখস্থ বিদ্যাকে পরীক্ষা পাশের একটি সহজ উপায় হিসাবে বেছে নিয়েছি। এর ফলে আমাদের নতুন প্রজন্ম বিজ্ঞান ও জগৎ নিয়ে কৌতূহলী হচ্ছে না। কৌতূহলী হলেও, বিজ্ঞান শেখার জন্য আমাদের মাধ্যমগুলো অত্যন্ত সীমিত। অথবা বইয়ের পাতা ও কম্পিউটার স্ক্রিনে আবদ্ধ । এই ধরনের প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে ইনোভেশন কিটের যাত্রা শুরু হয়েছে। ছোটদের (৭ - ১৭ বছরের) জন্য এই বিজ্ঞান কিট গুলো দারুণ ও মজার এক্সপেরিমেন্টের সাথে বিজ্ঞান পরিচিতি দিবে। বিজ্ঞানের ধারণাগুলোকে আরো সুক্ষ করে ধরে রাখার জন্যে ও তাদের উদ্ভাবনী করে তুলতে সাহায্য করবে। এই কিটের বিভিন্ন রকমের মজাদার এক্সপেরিমেন্টের সাহায্যে শিক্ষার্থীগন মোটর ইঞ্জিন, বিদ্যুৎ এবং রোবটিক্সের নানা বিষয়ে স্বচ্ছ ধারনা পাবে। এখন পর্যন্ত ইনোভেশন কিটের পাঁচটি কিট রয়েছে; রেসিং কার, চলন্ত রোবট, রিমোট কন্ট্রোল কার, রোবোফ্রগ ও তড়িৎ রহস্য। প্রত্যেকটি বক্সে রয়েছে ম্যানুয়াল, উপাদান পরিচিতি এবং মেকিং কম্পোনেন্ট। একজন শিক্ষার্থী ম্যানুয়ালের সাহায্যে খুব সহজেই এক্সপেরিমেন্টগুলো তৈরি করতে পারবে। এটি দিয়ে অভিভাবকরাও তাদের সন্তানদের সাথে একটি সুন্দর ও শিক্ষণীয় সময় কাটাতে পারেন যা পারিবারিক ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করবে। তাই একটি দক্ষ ও উদ্ভাবনী প্রজন্মকে গড়ে তোলার জন্য ইনোভেশন কিট সহায়ক হিসেবে থাকতে চায় আপনার পাশে।

আমাদের পথ চলার গল্প

আমাদের Innovation Kit পরিবার অন্যদের মতোই, কিন্তু আমরা সবাই অসাধারণ কিছু অর্জন করতে চাই।আমরা বিশ্বাস করি যে প্রকৃত অগ্রগতি শুধুমাত্র শিক্ষা, গবেষণা এবং উদ্যোক্তার উপর ফোকাস করার মাধ্যমেই আসতে পারে। এটি আমাদের কাজের পথনির্দেশক নীতি। আমরা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অগ্রগতির জন্য এই আবেগটি প্রেরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইনোভেশন কিট একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকে একটি ক্ষুদ্র পদক্ষেপ মাত্র। আমাদের লক্ষ্য হল জাতির বৃহত্তর স্বার্থে স্থানীয় প্রতিভা, শক্তি এবং সংস্থানগুলিকে কাজে লাগিয়ে আমাদের দেশকে বিশ্ব মঞ্চে উন্নীত করা।এবং পরিবেশগত প্রভাব কমাতে, আমরা পরিবেশ-বান্ধব রিসাইকেল প্লাস্টিকও ব্যবহার করে থাকি আমাদের কিট গুলো তৈরি প্রক্রিয়াতে।

এছাড়াও আমাদের সমস্ত প্রচেষ্টায় পরিবেশ সুরক্ষা এবং কর্ম-সহযোগীদের স্বাস্থ্য উভয়কেই অগ্রাধিকার দিই। আমাদের প্রত্যেক সহকর্মীর আবেগ আমাদের পণ্যগুলির সাথে গভীরভাবে জড়িত। আর বাজারে ধারাবাহিকভাবে উচ্চ-মানের সায়েন্স কিট সরবরাহ করার জন্য আমাদের গবেষণা প্রতিনিয়ত চলছে। আমরা সব সময় মনোনিবেশ করে থাকি উদ্ভাবন, গবেষণা এবং দেশীয় পণ্যের বিকাশের মাধ্যমে আমাদের নিজস্ব বাজার প্রতিষ্ঠায়। ইনোভেশন কিটের প্রাথমিক লক্ষ্য হল স্থানীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এবং বাংলাদেশের প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য সারা দেশে তা ছড়িয়ে দেওয়া। মৌলিকভাবে, ইনোভেশন কিটের মূল উদ্দেশ্য হল দেশের গবেষণা খাতকে উন্নত করা এবং গবেষণার জন্য নতুন মানদণ্ড স্থাপন করা, আমরা এই লক্ষ্যের দিকে অবিরাম পরিশ্রম করে যাচ্ছি।

আমাদের অন্যান্য প্রোগ্রাম

robodoc-logoaloron-logocourse-logo